দেশজুড়ে

কাশিমপুর কারাগারে পাকিস্তানি কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পাকিস্তানের নাগরিক এক কয়েদির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ মে) বিকেল ৫টায় তার মৃত্যু হয়। মারা যাওয়া কয়েদি পাকিস্তানের জহিরদ্দিনের ছেলে আলেফজান (৬৫)।

বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-০২ এর জেল সুপার আমিরুল ইসলাম।

জেল সুপার জানান, শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে কয়েদি আসামি আলেফজান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জরুরিভাবে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পল্টন থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পাকিস্তানি কয়েদি আলেফজান ২৫ বছর আগে ১৯৯৯ এ কারাগারে এসেছিলেন। তিনি ২নং- সেসন মামলা নং-৬৮৪/০৩, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(খ) ও ১৯(এ) ধারায় যাবজ্জীবনপ্রাপ্ত ছিলেন। কারাবিধি অনুযায়ী অন্যান্য প্রক্রিয়া চলমান রয়েছে।

টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন