আর্কাইভ থেকে বাংলাদেশ

অটো ড্রাইভারের হাতে মারধরের শিকার কুবি শিক্ষার্থী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আব্বাস উদ্দিন নামের এক শিক্ষার্থীকে মারধর করেছে রবিউলসহ দুই অটো ড্রাইভার।

আজ রবিবার (১৪ আগস্ট) আনুমানিক দুপুর ১২ টায় টিচার্স ট্রেনিং কলেজ সংলগ্ন কোটবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্বাস উদ্দিন নামের সেই শিক্ষার্থী পরীক্ষা থাকায় অটোতে উঠে ক্যাম্পাসে আসার জন্য। সেই অটো লেইট করায় দ্রুত আসা আরেকটি অটোতে উঠতে গেলে রবিউলসহ আরো দুইজন অটো ড্রাইভার তাকে মারধর করে। শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত হয়ে যায়। 

ভুক্তভোগী শিক্ষার্থী আব্বাস উদ্দিন বলেন, আমার ক্লাসের দেরি হয়ে যাওয়ায় আমি তার অটো চেঞ্জ করে রানিং একটা অটোতে উঠি তখন সে আমার সাথে বাজে ব্যবহার করলে আমি প্রতিবাদ করি এতে সে ক্ষিপ্ত হয়ে তার হাতের চাবি দিয়ে আমাকে মারধর করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমি ঘটনা শুনেছি এবং অতিদ্রুত এর জন্য পদক্ষেপ নিচ্ছি।

কোটবাড়ি থানার এসআই মাহবুবুর রহমান বলেন, আমরা অপরাধীকে ধরার চেষ্টা করছি।

এ সম্পর্কিত আরও পড়ুন