আর্কাইভ থেকে বাংলাদেশ

সেপ্টেম্বর থেকে শুরু ওএমএসে চাল বিক্রি

আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী দুই হাজার ১৩ জন ডিলারের মাধ্যমে চাল খোলা বাজারে বিক্রি (ওএমএস) করা হবে। একই সঙ্গে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রির খাদ্যবান্ধব কর্মসূচিও শুরু হবে। জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশে বোরো সংগ্রহের শেষ সময়। ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে আমরা ১ সেপ্টেম্বর থেকে ৫০ লাখ পরিবার বা চার কোটি মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চালু করছি।

এক সেপ্টেম্বর থেকে প্রতিদিন দুই হাজার ১৩টি ডিলারের মাধ্যমে ওএমএস কর্মসূচি চলবে। জেলা, উপজেলা, পৌরসভাসহ সব স্থানে ওএমএস চলবে।

মন্ত্রী বলেন, এখন দুটি মৌসুমের সন্ধিক্ষণ, বোরো চলে গেছে, আমন আসবে। অনেক জায়গায় খরার কারণে মানুষ আমন লাগানো নিয়ে ভয়-ভীতিতে আছে। এর সঙ্গে পরিবহন ব্যয়ও বেড়েছে। পরিবহন খরচের হারের চেয়ে চালের দামটা বেশি বেড়েছে। সেখানে কিছু অসাধু ব্যবসায়ীও আছে। এটা পরিষ্কার কথা, আমাদের অস্বীকার করার কিছু নেই। তবে সেটাও আমরা মনিটরিং করছি। অবৈধ মজুতের বিষয়ে আমাদের তো নিয়মিত মনিটরিং আছেই। সেটা আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।

তাসনিয়া রহহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন