ক্রিকেট

বিশ্বকাপ দল ঘোষণা করলো পাকিস্তান

সবার শেষে দল ঘোষণা করলো পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সবগুলো দল অবশেষে নিজেদের স্কোয়াড দেওয়া সম্পন্ন করলো। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিবৃতি থেকে দেখা যায়, তারা কোনো সহ-অধিনায়ক দেয়নি। কোনো ট্রাভেলিং রিজার্ভ দলের সাথে রাখেনি।

পাকিস্তান এখন ইংল্যান্ড সফর করছে। সেই দলটিতে যারা সদস্য হিসেবে ছিলেন, তারাই বিশ্বকাপে সুযোগ পেয়েছেন। দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে হাসান আলীকে। তাই হাসানকে বিশ্বকাপ স্কোয়াডেও রাখা হয়নি।

পাকিস্তান সবসময় পেস নির্ভর হয়ে থাকে। সেটাই প্রাধান্য দিয়েছে বিশ্বকাপ দলেও। বিশেষায়িত ৫ জন পেসার নিয়ে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যাবে দলটি। পিসিবির বিবৃতিতে জানা যায়, “এটা খুবই মেধাবী ও ভারসাম্যপূর্ণ একটি দল, যেখানে তরুণ ও অভিজ্ঞতার সম্মিলন হয়েছে।“

পাকিস্তান এখন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। প্রথম ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পর, আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

 

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, ইফতিখার আহমেদ, উসমান খান, আজম খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন