আর্কাইভ থেকে বাংলাদেশ

তাইওয়ানের আকাশে চীনের ১১ যুদ্ধবিমান

তাইওয়ানের আকাশসীমায় আবারও অনুপ্রবেশ করেছে চীনের যুদ্ধবিমান। চীনের ১১টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে বলে জানা গেছে। এ বছর বেশ কয়েকবার তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে চীনের যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঘটেছে।  

গেলো রোববার (১৫ আগস্ট) তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে। চীনের দাবিকৃত দ্বীপটির কাছে বেইজিং সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে। জানিয়েছেন তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীন তাইওয়ানের কাছে সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। যদিও তা গত সপ্তাহের তুলনায় অনেক ছোট পরিসরে।

তাইওয়ানের সরকার বলছে, চীন কখনোই দ্বীপটি শাসন করেনি। দ্বীপটি দাবি করার বা এর ভবিষ্যৎ নির্ধারণ করার কোনো অধিকার নেই, যা নির্ধারণ করতে পারে শুধু তাইওয়ানের জনগণই।

১৯৪৯ সালে চীন সরকার মাও সেতুংয়ের কমিউনিস্ট পার্টির কাছে গৃহযুদ্ধে হেরে তাইওয়ানে পালিয়ে যায়। 

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চীন কখনোই শক্তির ব্যবহারের সম্ভাবনা অস্বীকার করেনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন