পাখির ধাক্কায় বিমানের ড্রিমলাইনার ক্ষতিগ্রস্ত
যুক্তরাজ্যগামী বাংলাদেশ বিমান (বিজি-২০১) অবতরণের সময় ড্রিমলাইনারের একটি ইঞ্জিন উড়ন্ত পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে ।
রোববার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, বার্ডহিটে’র কারণে একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইঞ্জিনিয়াররা উড়োজাহাজটি মেরামতে কাজ করছেন।
হাফিজ আহমদ আরও বলেন, ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমানটি যথাসময়ে বিমানবন্দর ছেড়ে যেতে পারেনি। সকাল ৯.৪০ এ বিমানটি যাত্রী নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে ওসমানী বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।
ইঞ্জিনিয়াররা গ্রিন সিগন্যাল দিলে ফ্লাইটটি আবারও উড্ডয়ন করবে। এই ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষা করছেন।
কেএস