আন্তর্জাতিক

পাথরবোঝাই ট্রাকের ধাক্কা বাসে, নারী-শিশুসহ নিহত ১১

ভারতের উত্তরপ্রদেশে পার্ক করে রাখা একটি বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় ১১ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (২৫ মে) রাতে এমন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শাহজাহানপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট অশোককুমার মীনা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে গোলা বাইপাস রোডে শাহজাহানপুরের একটি ধাবায় বেসরকারি একটি বাস রাখা ছিল। পূর্ণগিরি থেকে সীতাপুরে যাচ্ছিল বাসটি। সেখানে একটি পাথরবোঝাই ট্রাক সোজা এসে ধাক্কা দেয় বাসটিকে। সঙ্গে সঙ্গে বাসটি উলটে যায়।

তিনি আরও জানান, প্রায় তিন ঘণ্টা চলে উদ্ধারকাজ। দেখা যায়, বহু তীর্থযাত্রী ট্রাকের তলায় এমনভাবে চাপা পড়েছেন, ক্রেনে তাদের নিথর দেহ বের করতে হচ্ছে। আক্রান্তদের অধিকাংশই স্ত্রী ও শিশু বলে জানা গেছে।

পুলিশ সুপারিটেন্ডেন্ট অশোককুযান জানান, রাত সাড়ে এগারোটা নাগাদ গোলা বাইপাস রোডে একটি লোডেড ট্রাক দাঁড়া করে রাখা ছিল তখন এক বাসে ধাক্কা মেরে সেটিতে উলটে দেয়া হয়। কিছু মানুষ বাস থেকে নেমে ধাবায় খাবার খাচ্ছিলেন। বাকিরা বাসেই বসেছিলেন। দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। ১০ জন আহত। সব মরদেহ উদ্ধার করা হয়েছে । আক্রান্তদের পরিবারের কাছে খবর দেয়া হয়েছে।

তিনি জানান, আহতদের সকলকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

কেএস/

এ সম্পর্কিত আরও পড়ুন