আজ আইপিএল ফাইনালে মুখোমুখি কলকাতা-হায়দ্রাবাদ
কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ- দুই দলের সামনেই শিরোপা জয়ের সুযোগ হাতছানি দিচ্ছে। আইপিএল ২০২৪ এর দীর্ঘ যাত্রা শেষে আজ রাত ৮ ঘটিকায় এম. এ চিদাম্বারাম স্টেডিয়ামে (চীপক) চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে কলকাতা ও হায়দ্রাবাদ। শক্তিমত্তায় কেউ কারও চেয়ে কম নয়। এখন অপেক্ষা আর কিছু সময়ের জন্য। তাই জানা যাবে কে হতে যাচ্ছেন টুর্নামেন্টের শেষ দাবিবার।
কলকাতা সর্বশেষ শিরোপা জিতেছে ২০১৪ সালে। এর আগে ২০১২ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। আরেকবার ফাইনাল খেলার সুযোগ হয়েছিল ২০২১ সালে। তবে জিততে পারেনি তারা। অন্যদিকে হায়দ্রাবাদ ২০১৬ সালে শিরোপা জিতেছিল। এরপর ২০১৮ সালে ফাইনাল খেললেও, সুযোগ হয়নি জিতে ফেরার।
প্লে অফে প্রথম কোয়ালিফায়ারে দুই দল মুখোমুখি হয়েছিল। যেখানে শীর্ষে থাকা কলকাতার কাছে ৮ উইকেটে পরাজিত হয় হায়দ্রাবাদ।
এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ। যেখানে ৩৬ রানের জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি।
গ্রুপ পর্বে খুব কাছাকাছি অবস্থানে থেকে প্লে অফ নিশ্চিত হয় কলকাতা ও হায়দ্রাবাদের। কলকাতা ১৪ ম্যাচে ৯ জয় ও ২০ পয়েন্ট নিয়ে প্রথম স্থান, হায়দ্রাবাদ ১৪ ম্যাচে ৮ জয় ও ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে।
এম/এইচ