আর্কাইভ থেকে বাংলাদেশ

বাংলাবান্ধা স্থলবন্দর একদিনের জন্য বন্ধ

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দেশের একমাত্র চতুদেশীয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ১৫ আগষ্ট একদিনের জন্য সকল প্রকার আমদানি রপ্তানী বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারত পাসপোর্টধারী বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আজ সোমাবার (১৫ আগস্ট) বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ ও বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন, সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। 

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন জানান, জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ,ভারত নেপাল ও ভূটানের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ১৫ আগষ্ট এক দিনের জন্য সব ধরনের আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আগামীকাল ১৬ আগস্ট সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন