আবহাওয়া

উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রেমালের মূল অংশ

প্রবল ঘূর্ণিঝড় রেমালের মূল অংশ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এর আগে বিকেল নাগাদ রেমালের অগ্রভাগ উপকূলে আঘাত হানে। উপকূল অতিক্রম করতে আরও ৫-৭ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (২৬ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ আবহাওয়াবিদ জানান, ঘূর্ণিঝড়ের মূল অংশ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করেছে। পুরোপুরি অতিক্রম হতে রাত ৯-১০টা বাজতে পারে। এরপর রেমালের এর পেছনের অংশ অতিক্রম করবে। এর প্রভাবে তীব্র বাতাস, জলোচ্ছ্বাস, ঝোড়ো হাওয়াসহ ভারী ও অতিভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, বিকেলের দিকে ঘূর্ণিঝড়ের উপকুলের দিকে অগ্রবেগের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩ কিলোমিটার। উপকূল অতিক্রম শুরুর পর থেকে এর গতিবেগ বেড়েছে। এখন রেমালের গতি ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার। এটি পুরোপুরি অতিক্রম করতে মধ্যরাত পার হতে পারে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে সম্ভাব্য ক্ষতি এড়াতে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা বহাল রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন