আন্তর্জাতিক

গণহত্যার প্রতিবাদে জেগে উঠুন, ফিলিস্তিনিদের প্রতি হামাস

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযান ও গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের জনগণকে জেগে ওঠার আহবান জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। গাজার রাফাহ শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়ে অন্তত ৩৫ জনকে হত্যা করার জেরে হামাসের পক্ষ থেকে জনগণকে জেগে ওঠার এই আহবান জানানো হয়।

সংগঠনটির আহবান,ফিলিস্তিনিদের অবশ্যই গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে ইসরাইলি বাহিনীর ‘গণহত্যার’ বিরুদ্ধে জেগে উঠতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তুরষ্কের সরকারি বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড এর প্রতিবেদনে বলা হয়, হামাস রোববার(২৬ মে) এক বিবৃতিতে বলেছে, ‘আজ (রোববার) সন্ধ্যায় উদ্বাস্তু ফিলিস্তিনিদের তাঁবুতে অপরাধী দখলদার সেনাবাহিনী যে ভয়ঙ্কর গণহত্যা চালিয়েছে, তার প্রেক্ষিতে আমরা পশ্চিম তীর, জেরুজালেম, অধিকৃত অঞ্চল এবং বিদেশে অবস্থানরত আমাদের জনগণকে জেগে উঠার এবং চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানাই।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর ওই বোমা হামলার পর তাঁবুতে আগুন ধরে যায়। এতে অনেকে আগুনে পুড়ে মারা গেছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

শুধু রাফা শহরে নয়, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় গাজার তাল-আস-সুলতান,জাবালিয়া, নুসেইরাত এবং গাজা সিটিসহ অন্যান্য এলাকায় উদ্বাস্তু ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে বোমাবর্ষণ করেছে। এসব হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন।

হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে তাদের দাবি, ‘নির্ভুল অস্ত্র’ ব্যবহারকারী হামাস যোদ্ধাদের টার্গেট করে হামলা চালানো হয়েছে। আগুন লাগার সময় বেসামরিক লোকজন আহত হয়েছেন বলে স্বীকার করলেও নিহতের বিষয়টিতে কিছু বলেনি।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে এক হাজার দুইশো জনের বেশি ইসরায়েলি নাগরিককে হত্যার পাশাপাশি সাড়ে তিনশোর বেশি ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস যোদ্ধারা। এর প্রতিশোধ নিতে ওইদিন থেকে গাজায় হামাস নির্মূলে অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। তাদের চলমান অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৮০ হাজারের বেশি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে গাজা নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন