ক্রিকেট

নয় জনের অস্ট্রেলিয়া দলের হয়ে মাঠে নামলেন নির্বাচক, কোচ

কোচ ও কোচিং স্টাফদের মাঠে নামিয়ে কোনো দল খেলছে, এমন সাধারণত চোখে পড়ে না। তবে সেই ঘটনা এবার ঘটল অস্ট্রেলিয়া দলে। নামিবিয়ার বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া দলে ছিল খেলোয়াড় ঘাটতি। যা পূরণে দলের কোচিং স্টাফরা মাঠে নেমেছিলেন ফিল্ডিং করতে। ম্যাচটি অস্ট্রেলিয়া জিতেছে ৭ উইকেটে। তবে এই ঘটনা নিয়ে কিছুটা আলোচনা চলছে ক্রিকেট-পাড়ায়।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হয়েছে কিছুদিন আগেই। লম্বা এক সময় সেখানে খেলোয়াড়েরা কাটিয়েছে। পরিবার থেকে ছিলেন দূরে। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ৯ জন ক্রিকেটারকে এজন্য ছুটিতে পাঠিয়েছে বোর্ড। সেক্ষেত্রে নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলতে নামিবিয়ার বিপক্ষে একাদশ তো পূরণ করতে হবে। তাই প্রধান নির্বাচক জর্জ বেইলি সহ অন্যান্যদের দেখা গেল মাঠে।

বেইলি’র সাথে ফিল্ডিং কোচ আন্দ্রে বোরোভেচ ফিল্ডিংয়ের পুরো সময় জুড়ে ছিলেন মাঠে। তাদের বয়স যথাক্রমে ৪১ ও ৪৬ বছর। অন্যদিকে প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, ব্যাটিং কোচ ব্রাড হজ- তারাও একটা সময় মাঠে নামেন। বেইলি ও বোরোভেচ শুধু ফিল্ডিংয়ের প্রয়োজনে ফিল্ডিং করেননি বরং দলের হয়ে ক্যাচও নিয়েছেন।

অস্ট্রেলিয়া দল খেলেছে মূলত ৯ জন খেলোয়াড় নিয়ে। সেখানে শুধুমাত্র ফিল্ডিংয়ে ১১ জন ছিলেন দায়িত্বরত। যদি ব্যাটিংয়ের প্রয়োজন হতো, সেক্ষেত্রে ৯ ব্যাটার নিয়েই খেলতে হতো।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামা নামিবিয়া নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০ ওভারে জয় তুলে নেয় মিচেল মার্শের দল। অজিদের পক্ষে ডেভিড ওয়ার্নার অপরাজিত ২১ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন