বাংলাদেশ

তিন বুথে এক ঘণ্টায় ৬ ভোট

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার চার উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। অনেকটাই ভোটারশূন্য কেন্দ্র। প্রথম এক ঘণ্টায় তিন বুথে ভোট পড়েছে ৬টি।

বুধবার (২৯ মে) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে শুরুর প্রথম ঘণ্টায় ভোট উৎসবের আমেজ নেই কেন্দ্রে।

সকাল পৌনে ৯টায় জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পশ্চিমসিংহ সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় এ চিত্র।

২ নম্বর বুথে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, এটি নারী বুথ। শুরুতে ভোটার ছিল না। এখন ২-১ জন করে আসতে শুরু করেছে। ৪৫ মিনিটে এ বুথে ভোট পড়েছে ২টি।

কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো. সিহাব উদ্দিনের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। শুরুতেই কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে তিনি আশা করছেন।

তিনি বলেন, এই কেন্দ্রে ৮টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার রয়েছেন ৩ হাজার ২০৯ জন।

টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন