দুটি আন্তর্জাতিক পুরস্কার পেলো আরটিভি
শ্রেষ্ঠ ডিজিটাল মার্কেটিংয়ের অধীনে বেস্ট ইউটিউব চ্যানেল স্ট্রাটিজি পুরস্কার অর্জন করল বেঙ্গল মাল্টিমিডিয়া করপোরেশন লিমিটেড- আরটিভি। এ ছাড়াও ডিজিটাল মার্কেটিংয়ে সেরা ক্রিয়েটিভ জিনিয়াসের অ্যাওয়ার্ড পেলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে ‘এশিয়া এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২২’-এর অধীনে সিএমও এশিয়া এই অ্যাওয়ার্ড প্রদান করে। পুরস্কার গ্রহণ করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
পুরস্কার গ্রহণের পর সৈয়দ আশিক রহমান বলেন, ‘এ অর্জন আরটিভির সকল সদস্যের। এ পুরস্কার প্রমাণ করে বিশ্বায়নের এই চ্যালেঞ্জ মোকাবিলায় দেশ ছাড়িয়ে সারা বিশ্বের দর্শকদের কাছে আরটিভির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। আরটিভির দেশে-বিদেশের দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’