ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া, উষ্কানিমূলক বলছে দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ায় ‘ময়লা ও মলভর্তি’ বেলুন নিক্ষেপের পর আবারও আলোচনায় এসেছে উত্তর কোরিয়া। এবার একের পর এক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান।
বৃহস্পতিবার (৩০ মে) মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এতথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী বৃহস্পতিবার (৩০ মে) জাপান সাগরে একের পর এক স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে।
এদিকে, এক বিবৃতিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী। বিবৃতিতে বলা হয়, পিইয়ংইয়ং বৃহস্পতিবার ভোরে ৩৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অন্তত ১০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পূর্বাঞ্চলের উপকূলে ছোড়ে।
উত্তর কোরিয়ার এ আচরণকে উষ্কানিমূলক উল্লেখ করেছে দক্ষিণ কোরিয়া। জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে শিগগিরই বিষয়টি নিয়ে আলোচনার কথা জানিয়েছে দেশটি।
ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি জাপানও নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সকালে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ‘জাপানের সমুদ্রসীমার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ধরনের উসকানিমূলক আচরণেরও নিন্দা জানান তিনি।
এর আগে, বুধবার 'ময়লা ও মল' ভর্তি করে দক্ষিণ কোরিয়ায় অন্তত ২৬০টি বেলুন ফেলে উত্তর কোরিয়া। এ ঘটনার পর সাধারণ মানুষকে ঘরে থাকতে সতর্ক করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ।
শুধু তাই নয় সাদা রঙের এসব বেলুন এবং এগুলোর সঙ্গে বেঁধে রাখা প্লাস্টিকের ব্যাগ না ধরতেও বাসিন্দাদের সতর্ক করে দেশটির সেনাবাহিনী।
এমআর//