অর্থনীতি

বাড়লো জ্বালানি তেলের দাম

আবারও বাড়লো সব ধরণের জ্বালানি তেলের দাম। পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি বেড়েছে ২.৫০ টাকা এবং কেরোসিন ও ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটার .৭৫ টাকা। আগামী ১ জুন থেকে কার্যকর হবে জ্বালানি তেলের নতুন মূল্য।

গেলো বৃহস্পতিবার (৩০ মে) রাতে নতুন মূল্যের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লি. অকটেনের দাম ১৩১ টাকা, পেট্রোলের দাম ১২৭ টাকা ও ডিজেল ও কেরোসিনের দাম ১০৭ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় করতে হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন