আর্কাইভ থেকে বাংলাদেশ

বাম জোটের নতুন সমন্বয়ক প্রিন্স

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সকে বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে নতুন সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেন, প্রতি তিন মাস পর পর জোটের সমন্বয়ক পরিবর্তন করা হয়। সেই ধারাবাহিকতায় জোটের নতুন সমন্বয়ক করা হয়েছে আমাকে।

তিনি আরও বলেন, বাম গণতান্ত্রিক জোট তাদের লক্ষ্যে এগিয়ে যাবে। দেশে যে দুঃশাসন চলছে তার পরিবর্তন করাই আমাদের লক্ষ্য।

একইসঙ্গে দেশে যে দ্বিদলীয় ক্ষমতা চক্র চলছে, তার বিকল্প হিসেবে বাম গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া। আগামী ২৫ তারিখ বাম জোটের হরতাল রয়েছে। সেই হরতালকে দেশের মানুষ নিজের হরতাল মনে করে রাজপথে অংশ নেবে বলে আমি আশা করি।

উল্লেখ্য, বাম জোটের সর্বশেষ সমন্বয়ক ছিলেন অধ্যাপক আব্দুস সাত্তার।

 

বিআ

এ সম্পর্কিত আরও পড়ুন