এক সাথে ৫ হাজার কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদা শ্রী শ্রী গোবিন্দ জিঁউ মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির সহায়তায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে মাতা-পিতা পূজা ও এক সাথে সনাতন ধর্মের ভক্ত পুজারীর ৫ হাজার কণ্ঠে সনাতন ধর্মের পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করা হয়।
শুক্রবার (৩১ মে) সকালে বাংলাদেশ গীতা পাঠ সংগঠনের সভাপতি ধর্ম গুরু প্রফুল্ল চন্দ্র রায় ও বদেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সভাপতি নীতীশ কুমার বক্সী মুকুল এই গীতা পাঠ করান। সনাতন ধর্মের ৫ হাজার নারী-পুরুষ ধর্মগুরুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এক সাথে পবিত্র গীতা পাঠ করেন। শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ পরিচালনা কমিটির আহ্বায়ক ও বোদা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র বর্মণের সভাপতিত্বে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ উপলক্ষ্যে এক ধর্মসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি,দেবীগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মদন মোহন রায়, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ পরিচালনা কমিটির সদস্য কিশোর কুমার দত্ত,উদয় কুমার ঘোষ,কল্যাণ কুমার ঘোষ,বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন, বিমল চন্দ্র সেন,জিতেন চন্দ্র বর্মন,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজয় কুমার রায় ও অখিল চন্দ্র ঘোষ শিষা।
সনাতন ধর্মের পবিত্র গ্রস্থ গীতা পাঠে অংশ নিতে সকালে জেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মের ৫ হাজার নারী-পুরুষ শ্রী শ্রী গোবিন্দ জিঁউ মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন। গীতা পাঠ শেষে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও দিন ব্যাপী পূজা অর্চনা ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।
এএম/