নেপাল যাচ্ছে ডিবি, সিয়াম আটক নিয়ে যা বললেন হারুন
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার আসামি সিয়ামের গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত নই। নেপালে কোনো আসামি আছে কি না, জানতে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে। জানালেন, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
শনিবার (১ জুন) সকালে একটি ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেকেই নেপালের কাঠমুন্ডুতে অবস্থান করছেন। সেটি নিয়েই তদন্ত করতে যাচ্ছে তার দল।
জানা যায়, ডিবি প্রধান হারুন অর রশীদের নেতৃত্বে তিনজন ডিবি দলের সদস্যের একটি তদন্তকারী দল নেপাল যাচ্ছেন।
হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের সহযোগী সিয়ামকে নেপালে গ্রেপ্তারের কথা শুনেছেন বলে জানান ডিবি প্রধান।
টিআর/