'নেদারল্যান্ডস ও নেপাল বিশ্বকাপে বড় অঘটন ঘটাবে'
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ খেলছে নেদারল্যান্ডস ও নেপাল। সাধারণত বলা হয়ে থাকে, টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট বা বড় দল বলে কিছু থাকে না। এই দুই দলের যথেষ্ট সামর্থ্য আছে ভালো কিছু করার। অন্তত নিজেদের গ্রুপে ‘বড়’ দলগুলোকে হতাশ করার তো ক্ষমতা রয়েছে তাদের। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টও তেমনটি মনে করছেন নেদারল্যান্ডস ও নেপালকে নিয়ে।
প্রথমবারের মতো ২০ টি দল লড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ক্রিকেট বিশ্বায়ন নিয়ে নানারকম কথা হয়ে থাকে। এবার যেন সেটার কিছুটা ছোঁয়া লেগেছে বলতে হয়। সাবেক ক্রিকেটার গিলক্রিস্ট নেদারল্যান্ডস ও নেপালকে নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন।
এসইএন রেডিও’তে গিলক্রিস্ট বলেন, 'আমার মনে হয় নেপাল এমন এক দল, যাদের ক্ষমতা আছে বড় কিছু ঘটানো।'
'তাদের কিছু তরুণ খেলোয়াড় আছে, যারা বড় লিগ খেলে যাচ্ছে কয়েক বছর ধরে।'
নেদারল্যান্ডসকে নিয়ে গিলক্রিস্ট জানান, 'ডাচরা সবসময় অঘটন ঘটিয়ে থাকে। তারা সবসময় এভাবে বিপক্ষকে বিরক্ত করতেই অভ্যস্ত। তারা দক্ষিণ আফ্রিকার সাথে একই পুলে রয়েছে আবারও। তারা অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে এর আগেও তাদের হারিয়েছে।'
আগামীকাল (২ জুন) ডালাসে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে।
এম/এইচ