আর্কাইভ থেকে বাংলাদেশ

মাদক ব্যবসায় জড়িত থাকায় রোহিঙ্গা নারী ও তার স্বামীকে গ্রেপ্তার

গাজীপুরের পূবাইল থানাধীন বসুগাঁও ক্লাব সংলগ্ন এলাকা থেকে এক রোহিঙ্গা নারী ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাজ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, গাজীপুরের পূবাইল থানাধীন বসুগাঁও এলাকার আবদুল জলিলের ছেলে রেজাউল সরকার (৩১) ও তার স্ত্রী মোসা মুন্নি (২৭)।

গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, আবদুল জলিলের ছেলে রেজাউল সরকার গত সাত বছর আগে রোহিঙ্গা নারী মুন্নিকে বিয়ে করেন। এরপর থেকেই তারা বিভিন্ন মাধ্যমে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে পূবাইল থানা এলাকাসহ আশেপাশে এলাকায় বিক্রি করে আসছেন।

তিনি আরও জানায়, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির জন্য দুই দিন আগে মুন্নির ছোট বোন পলাতক আসামি মোছা. ছমিরার কাছে থেকে ইয়াবা সংগ্রহ করেছেন তারা। ওই ঘটনায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  

কেএস

এ সম্পর্কিত আরও পড়ুন