চিরকুটে লিখা বিমানে বোমা আছে, মাঝ আকাশ থেকে জরুরি অবতরণ
প্যারিস থেকে রওনা হওয়া ভিস্তারার বিমানে বোমাতঙ্ক। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটি।
রোববার (২ জুন) সকালে মাঝ আকাশে থাকাকালীন একটি চিরকুট মিলে বিমানে। সেখানে বিমানে বোমা আছে বলে দাবি করা হয়। এর পর পাইলট যোগাযোগ করেন মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। নিরাপদে মাটিতে নামে বিমানটি।২৯৪ জন যাত্রী ১২ জন বিমানকর্মীকে নামিয়ে বোমের খোঁজে তল্লাশি চালানো হয় বিমানে। এখনও পর্যন্ত বিস্ফোরকের হদিশ মেলেনি। যাত্রী এবং বিমানকর্মী সকলেই সুস্থ আছেন বলেই জানা গেয়েছে।
অপরদিকে, শনিবার বারাণসী থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর ৬ই ২২৩২ বিমানটি। দিল্লির কাছাকাছি পৌঁছতেই শোনা যায়, বিমানে বোমা আছে। মাঝ আকাশে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।তড়ঘড়ি বিমান খালি করে দেওয়া হয়। যদিও কোনও বোমা সেই বিমানে পাওয়া যায়নি।
জেএইচ