ফুটবল

মায়ামিকে বাঁচাল ভিএআর

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত সেন্ট লুইসের বিপক্ষে মায়ামি ৩-২ গোলে পিছিয়ে। এমন অবস্থায় ইউলিয়ান গ্রেসেলের লম্বা পাস থেকে সেন্ট লুইসের জালে বল পাঠান বার্সেলোনার সাবেক খেলোয়াড় জর্দি আলবা। সঙ্গে সঙ্গেই আনন্দে মেতে ওঠে চেজ স্টেডিয়ামের গ্যালারি।

ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে মায়ামির করা সেই উচ্ছ্বাস মুহূর্তেই থেমে যায়। কারণ, সহকারী রেফারি যে পতাকা তুলে অফসাইডের সংকেত দেন। কিন্তু মূল রেফারি ভিএআরের সাহায্য নেন।

মনিটরে দেখা যায়, আলবা অফসাইড নন। গোলের বাঁশি বাজান রেফারি। আবার উচ্ছ্বাসে ভাসে মায়ামির গ্যালারি। ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এর আগে ম্যাচের ১৫ মিনিটে পিছিয়ে পড়ে মায়ামি। তার ১০ মিনিট পর সমতায় ফেরান মেসি। ৪১ মিনিটে আবার মায়ামি পিছিয়ে পড়লে প্রথমার্ধের যোগ করা সময়ে ফের সমতা আনেন লুইস সুয়ারেজ। ৬৮ মিনিটে তাঁরই আত্মঘাতী গোলে ৩-২-এ পিছিয়ে আবারও পিছিয়ে পড়ে মায়ামি।

এ সম্পর্কিত আরও পড়ুন