সেল্টা ভিগোকে ৪-১ গোলে উড়িয়ে দিলো রিয়াল মাদ্রিদ
সেল্টা ভিগোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে লা লিগায় দ্বিতীয় জয় নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দীর্ঘদিনের সতীর্থ কাসেমিরো না থাকলে কি, স্কোরশিটে ঠিকই নাম লিখিয়েছেন ‘ফ্যানটাস্টিক ফোর’ বেনজেমা, মদ্রিচ, ভিনিসিয়াস জুনিয়র ও ফেডে ভালভার্দে।
ম্যাচের ১৪ মিনিটে স্পট কিক থেকে রিয়ালকে এগিয়ে দেন বেনজেমা। কিন্তু ইয়াগো আসপাসের স্পট কিকে ৯ মিনিটের মধ্যেই সমতা ফেরায় স্বাগতিক সেল্টা। কিন্তু যে দলে মদ্রিচের মত পরিশ্রমী মিডফিল্ডার আছে তাদের আর পিছনে ফিরে তাকানোর কোন অবকাশ নেই। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক কার্লিং শটে কাল বিরতির আগেই আরো একবার রিয়ালকে এগিয়ে দিয়েছেন এই ক্রোয়েশীয় তারকা। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়র ও ভালভার্দের গোলে জয়ের ব্যবধানটা বেড়েছে। ৮৭ মিনিটে এডেন হ্যাজার্ডের পেনাল্টি সেভ না হলে ব্যবধান হয়তো আরো বাড়তে পারতো।
সেল্টার মিডফিল্ডার রেনাটো টাপিয়ার হ্যান্ডবল ভিএআর এর মাধ্যমে যাচাই করে রেফারি রিয়ালকে পেনাল্টি উপহার দেন। স্পট কিক থেকে ১৪ মিনিটে দলকে এগিয়ে দেন ফ্রেঞ্চম্যান বেনজেমা। ৯ মিনিট পর গনসালো পাসেইনসিয়ার হেড বাহু দিয়ে আটকানোর চেষ্টা করলে এডার মিলিটাওয়ের বিপক্ষে পেনাল্টি উপহার পায় সেল্টা। স্পট কিক থেকে অভিজ্ঞ স্ট্রাইকার আসপাস কোন ভুল করেননি। গত মৌসুমে আসপাস সেল্টার হয়ে সর্বোচ্চ ১৮ গোল করেছিলেন। ক্যাসেমিরোর ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়া নিশ্চিত হবার পর এটাই রিয়ালের প্রথম ম্যাচ। বিরতির তিন মিনিট আগে ২৫ মিটার থেকে দূরন্ত শটে রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মদ্রিচ।
বিরতির পর রিয়াল যেন আরো বেশী আগ্রাসী হয়ে ওঠে। ৫৬ মিনিটে মদ্রিচের সহায়তায় ভিনিসিয়াস গোলরক্ষক অগাস্টিন মারশেসিনকে পরাস্ত করলে ব্যবধান আরো বাড়ে। ৬৬ মিনিটে ভিনিসিয়াসের বাড়ানো বলে ভালভার্দে প্রথম প্রচেষ্টায় বল জালে জড়িয়ে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন। ৮৭ মিনিটে বেনজেমাকে ডি বক্সের মধ্যে ফাউল করে বসেন হুগো মালো। এবার শট নিতে হ্যাজার্ডকে দায়িত্ব দেন বেনজেমরা। যদিও এই বেলজিয়ানের শট আটকাতে খুব একটা কষ্ট করতে হয়নি মারশেসিনকে।
আলমেইরার বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছিল রিয়াল। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে রিয়াল বেটিস ও ওসাসুনার সাথে টেবিলের শীর্ষে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে মদ্রিচকে অসাধারণ পারফরমেন্সের জন্য দাঁড়িয়ে অভিবাদন জানাতে ভুল করেনি সেল্টার স্থানীয় সমর্থকরা। কোচ কার্লো আনচেলত্তিও তার প্রশংসা করেছেন, ‘সে আমাদের দলের দুর্দান্ত এক নেতা।
এর আগে দিনের অপর ম্যাচে রিয়াল বেটিস ২-১ গোলে রিয়াল মায়োর্কাকে, ওসাসুনা ২-০ গোলে কাডিজকে পরাজিত করেছে।