দেশে করোনায় মৃত্যুহীন দিনে বেড়েছে শনাক্ত
দেশে গেলো ২৪ ঘণ্টায় ১৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৯৭০ জনে। এ সময়ের মধ্যে করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি। করোনায় এখন পর্যন্ত ২৯ হাজার ৩১৫ জন মারা গেছেন।
আজ রোববার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে, শনিবার করোনায় কারও মৃত্যু না হলেও ১০০ জনের দেহে শনাক্ত হয়েছিল ভাইরাসটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৭৪০ জন।
গেলো ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৬১৩টি। পরীক্ষা করা হয় ৪ হাজার ৬০৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৭৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।
মির্জা রুমন