আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশে ডেঙ্গুতে ১৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় মৃত্যুর কোন তথ্য পাওয়া যায়নি। তবে এ সময় আরও ১৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১১৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৯ জন।

আজ রোববার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বলা হয়।

এতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৯২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৪৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার সাতজন। এ পর্যন্ত মারা গেছেন ১৯ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

 

বিপ্লব আহসান

এ সম্পর্কিত আরও পড়ুন