ভারতের কোচ হতে আবেদন করছেন না দ্রাবিড়
রাহুল দ্রাবিড় নিশ্চিত করেছেন ভারতের কোচ হিসেবে তিনি আর থাকছেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে তার মেয়াদ শেষ, আর সেখানেই তার বিদায়। ভারতের প্রধান কোচ হিসেবে এখন দায়িত্ব পালন করছেন দ্রাবিড়। যিনি দলটির সাবেক অধিনায়কও ছিলেন। দ্রাবিড়ের বিদায়ে নতুন কোচের খোঁজ করছে ভারত।
ভারতের কোচ হওয়ার জন্য করা যাচ্ছিল আবেদন। ভারতের ক্রিকেট বোর্ড সেরকম একটি সময়-সীমা বেঁধে দিয়েছিল। সেই আবেদনের সময় এখন শেষ। আর দ্রাবিড় যদি আবার কোচ হতে চায়, সেখানে তাকে আবার আবেদন করতে হতো। তবে তিনি জানিয়েছেন আর দায়িত্ব গ্রহণ করছেন না।
২০২১ সালের নভেম্বরে দ্রাবিড় ভারতের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি জানান, ‘আমি কাজটা করতে ভালোবাসি। আমি আসলেই ভারতের হয়ে কোচিং করানোতে উপভোগ করি।‘
এরপর পরিস্কারভাবে জানিয়ে দেন, আবারও কোচ হওয়ার জন্য আবেদন করছেন না তিনি।
এম/এইচ