আর্কাইভ থেকে বাংলাদেশ

১২০ টাকা মজুরিতেই চা- শ্রমিকরা কাজে ফিরছেন

১২০ টাকা মজুরিতেই চা- শ্রমিকরা কাজে ফিরছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফিরেছে চা- শ্রমিকরা। ১২০ টাকা মজুরি রেখেই কাজে ফিরছেন তারা। 

রোববার (২১ আগস্ট) রাতে মৌলভীবাজার জেলা প্রশাসকের মধ্যস্থতায় বৈঠকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় রাত ৯টা থেকে দীর্ঘ ৫ ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক।

বিষয়টি নিশ্চিত করেন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল।

তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে সোমবার (২২ আগস্ট) থেকে বাগানের কাজ চলবে। প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরে মিটিং করবেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সঙ্গে। এ সময় তিনিই ঠিক করবেন মজুরি।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ওপর সম্পূর্ণ আস্থা রেখে তারা কাজে ফিরবেন। মজুরি নির্ধারণ করে দেবেন তিনি।

চা-শ্রমিকদের বিরল ধর্মঘটে ১২ দিন ধরে সারাদেশের বাগান থেকে চাপাতা উত্তোলন, কারখানায় প্রক্রিয়াজাত ও উৎপাদন বন্ধ থাকে। এতে স্থবির হয়ে পড়ে দেশের চা-শিল্প। দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে দৈনিক মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে দেশের ২৪১ চা-বাগানে লাগাতার কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। এর আগে তারা প্রতিদিন ২৩ কেজি চাপাতা উত্তোলন করে ১২০ টাকা মজুরি পেতেন।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন