ক্রিকেট

প্রথম ম্যাচে শরিফুলকে পাওয়া নিয়ে শঙ্কা

শরিফুল ইসলাম চোটে পড়েছেন। বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচের সময় এই দুর্ভাগ্যজনক অবস্থায় পড়তে হয় তাকে। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এখন শঙ্কা দাঁড়িয়েছে প্রথম ম্যাচে খেলতে পারবেন কি না এই পেসার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী শরিফুলের সর্বশেষ অবস্থা জানিয়েছিলেন। যেখানে জানা যায় বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝের জায়গায় চোট পেয়েছেন তিনি।

মাঠে কবে ফিরবেন শরিফুল। তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই পেসারের ব্যাপারে বিসিবির আরেক ফিজিও বায়েজেদুল ইসলাম নতুন করে খবর দিয়েছেন। তিনি বলেন, 'এ ধরনের সেলাইয়ে ৭ থেকে ১০ দিনের মধ্যে নিরাময় হয়ে যায়। বাকিটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে। আরও ৩-৪ দিন পর ওর ব্যাপারটা বোঝা যাবে। কারও কারও খুব দ্রুত ঠিক হয়ে যায়। তবে প্রথম ম্যাচে তাঁকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।'

শরিফুল তাই প্রথম ম্যাচে থাকতে পারবেন, এমন মনে হচ্ছে না। তবে যদি এরমধ্যে সেরে উঠতে পারেন, তবে হয়তো ম্যানেজমেন্ট তাকে খেলাতেও পারেন। দলের গুরুত্বপূর্ণ সময়ে কার্যকরী হয়ে উঠতে পারেন তিনি।

এদিকে তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা নেই বললেই চলে। এই পেসারও ছিলেন চোটে। তবে প্রথম ম্যাচ থেকে তাকে পাওয়া যাবে, এমনটি জানা গেছে।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন