ক্রিকেট

নেপালীয় দর্শকদের সামনে ডাচদের বিজয়

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নেপাল ও নেদারল্যান্ডস। ডালাসে নেপালীয় দর্শকে পরিপূর্ণ এক ম্যাচ ছিল। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় নিশ্চিত করতে পারেনি নেপাল। প্রথমে ব্যাট করতে নেমে ২০তম ওভার খেলতে গিয়ে নেপাল অলআউট হয় ১০৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে ১৯তম ওভারের মধ্যেই ৬ উইকেটের জয় তুলে নেয় নেদারল্যান্ডস।

নেপাল যে কতটা ক্রিকেট-পাগল দেশ, তা আরেকবার দেখলো বিশ্ব। এবার যুক্তরাষ্ট্রের স্টেডিয়াম ভরে গেছে নেপালীয় সমর্থক দিয়ে। নেপালীয় অধিনায়ক রোহিত পৌডেল দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ আনেন ৩৭ বলে ৩৫ রান সংগ্রহ করে। বাকি ব্যাটারদের মধ্যে ৩ জন কেবল দুই ডিজিট পেরোতে পারে। আনিল শাহ ১১, গুলশান ঝা ১২, কারান কেসি করেন ১৭ টি রান। ১৯.২ ওভারে ১০৬ রানে থামে নেপাল।

নেদারল্যান্ডসের পক্ষে টিম প্রিঙ্গেল ও লোগান ভ্যান বিক ৩ টি করে উইকেট নিয়েছেন।

অল্প লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে ম্যাক্স ও’ডাউড এর ব্যাট থামেনি। এই ডাচ ওপেনার শুরুতে নেমে ৪৮ বলে ৫৪ রান করে অপরাজিত থেকে, এরপর মাঠ ছাড়েন। এছাড়াও বিক্রমজিৎ সিং ২২, সাইব্রান্ড এঙ্গেলব্রেখট ১৪ রান করেন। বাস ডি লিড ১১ রানে অপরাজিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন