ক্রিকেট

বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করবেন ইমাদ ওয়াসিম

বিশ্বকাপে এখনো ম্যাচ খেলার সুযোগ হয়নি পাকিস্তানের। এরমধ্যে মিললো চোটের দেখা। তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম যুক্তরাষ্ট্রের বিপক্ষে দলের প্রথম ম্যাচ খেলতে পারবেন না। সাইড স্ট্রেইনের চোটের কারণে ইমাদকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানা যায়।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম ইমাদের চোটের ব্যাপারটি নিশ্চিত করেছেন। পাশাপাশি এই অলরাউন্ডার খেলতে পারবেন না বিশ্বকাপের প্রথম ম্যাচ। বাবর জানিয়েছেন, 'ইমাদ ওয়াসিম সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন। যার মানে সে আমাদের উদ্বোধনী ম্যাচে থাকতে পারবে না।'

তবে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো ওয়াসিম খেলতে পারবেন বলে আশা রাখেন বাবর, ‘যদিও ইমাদ প্রথম ম্যাচটি খেলছে না। আমরা আশা করি, তাকে আমরা বাকি ম্যাচগুলোতে পাব।‘

জুনের ৬ তারিখ (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। স্বাগতিক দলটি এরমধ্যে কানাডার সাথে নিজেদের প্রথম ম্যাচ খেলে একটি জয় ঝুলিতে ভরেছে।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন