পুকুর থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর খামার আন্ধারীঝাড় এলাকার একটি পুকুর থেকে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মৃত ব্যাক্তির নাম- হোসেন আলী (৮০) পেশায় একজন ভিক্ষুক। তিনি নাগেশ্বরী উপজেলার আস্করনগর শিংরিয়ারপাড় গ্রামের মৃত সৈয়দ আলী মিস্ত্রীর ছেলে।
আজ সোমাবার (২২ আগস্ট) ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গেলো রবিরার সকালে বাড়ি থেকে ভিক্ষা করতে বের হয় এবং বাড়িতে ফিরেনি। সোমবার সকালে রফিকুল ও খোকন মিয়ার বাড়ি সংলগ্ন পুকুরে হোসেন আলীর লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ভুরুঙ্গামারী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে স্বজনদের নিকট হস্তান্তর করে। ধারনা করা হয় রাত ৮/৯ টার সময় বাড়িতে ফেরার সময় অতিশয় বৃদ্ধ ও রোগাক্রান্তের কারনে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পুকুরে নেমে উঠার সময় পা পিছলে পড়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান,পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা করার পর মরদেহ দাফনের জন্য পরিবারের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।