বিনোদন

আর গাইতে পারবেন না তাহসান খান?

ভোকাল কর্ডের অসুস্থতায় ভুগছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। হেটেরোটোপিয়া নামক এক রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালীতে। সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি।

তাহসান জানান, কয়েক বছর আগে তার ভোকাল কর্ডে রোগটি ধরা পড়ে। মূলত ২০১৮ সাল থেকে শুরু হয় সমস্যাটি। এরপর থেকেই আগের মতো অনায়াসে গান গাইতে পারেন না তাহসান। এমনকি কখনও আগের মতো গাইতে পারবেন কিনা, তা নিয়েও শঙ্কা রয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

তাহসান আরও জানান, এখন মাঝে মাঝে গান গাইতে পারলেও যখন এই সমস্যা বেড়ে যায় তখন আর একেবারেই গাইতে পারেন না। ভক্তদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘যদি ভবিষ্যতে আমার কনসার্ট কমে যায় অথবা আমি লাইভে গান গাওয়া কমিয়ে দেই তাহলে মনে করবেন এই সমস্যাটার কারণেই আর গাইতে পারছি না।’

এই রোগে আক্রান্ত হলে গলার কাঠামো পরিবর্তিত হয়। এমন কি মনোবল কমে যায় গান গাওয়ার। পরিশেষে সকলের কাছে দোয়া চেয়েছেন তাহসান। আসছে ঈদে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘বাজি’।

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন