গাজার সব মানুষকে হত্যা করতে চায় ইসরাইল: পুতিন
গাজায় ইসরাইল যা করছে তাকে যুদ্ধ বলা যায় না। এটা আসলে সব ফিলিস্তিনিকে হত্যার নৃশংস পরিকল্পনার বাস্তরায়ন। বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদেমির পুতিন।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনোমিক ফোরামে (স্পিফ) আনাদোলুসহ বিদেশি সংবাদ সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন পুতিন। খবর- আনাদোলু
পুতিন গাজায় গণহত্যার জন্য যুক্তরাষ্ট্রেরও কড়া সমালোচনা করেন । তিনি বলেন, নারী ও শিশুসহ নিরপরাধ ও নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার মদদের পাশাশি অস্ত্রও সরবরাহ করে যাচ্ছে বাইডেন প্রশাসন।
গেলো ৭ অক্টোবর ইসরাইলের ওপর আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরাইল। এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর আগ্রাসনে ৩৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
এনএস/