অর্থনীতি

বাজেটে কমতে পারে রডের দাম

দেশীয় শিল্পকে সহায়তা করতে অত্যাবশ্যকীয় কাঁচামাল ম্যাংগানিজ আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে রডের দাম কমতে পারে।

বৃহস্পতিার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, দেশে বর্তমানে ফেরো অ্যালয়জাতীয় পণ্য উৎপাদিত হচ্ছে। রড, বার, অ্যাঙ্গেল ইত্যাদি পণ্য উৎপাদনকালে তা পরিশোধন করার কাজে এ-জাতীয় পণ্য ব্যবহৃত হয়। ফেরো অ্যালয়জাতীয় পণ্য উৎপাদনে একটি অপরিহার্য কাঁচামাল হচ্ছে ম্যাংগানিজ।

এই পণ্য আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক ১০ শতাংশ। দেশীয় শিল্পকে সহায়তা করার জন্য অত্যাবশ্যকীয় কাঁচামাল ম্যাংগানিজ আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করার সুপারিশ করছেন অর্থমন্ত্রী।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন