ক্রিকেট

পাকিস্তানের জন্য নতুন হোটেলের ব্যবস্থা করলো আইসিসি

নিউইয়র্কে পাকিস্তানের জন্য নতুন হোটেলের ব্যবস্থা করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি অভিযোগ জানিয়েছিলেন দলটির হোটেল নিয়ে। যে হোটেল ঠিক করে রাখা হয়েছিল পাকিস্তান দলের জন্য, সেখান থেকে স্টেডিয়ামের দূরত্ব ছিল ৯০ মিনিট। আর নতুন যে হোটেল দেওয়া হয়েছে, সেখান থেকে ৫ মিনিটের ড্রাইভ দূরত্ব।

আগামী ৯ ও ১১ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে পাকিস্তান দুইটি ম্যাচ খেলবে। যার কারণে দল এখন সেখানে অবস্থান করছে। কিন্তু পাকিস্তানের জন্য যে হোটেল নির্ধারণ করা হয়েছিল, সেখান থেকে স্টেডিয়ামের দূরত্ব বেশি। ফলে খেলোয়াড়দের যাতায়াতে বেশ অসুবিধা হচ্ছিল।

ফলে পিসিবি চেয়ারম্যান নাকভি আইসিসির কাছে হোটেল দূরত্ব কমানোর ব্যাপারে আবেদন করেন। ৯ জুন ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ভারতীয় দল যে হোটেলে অবস্থান করছে, সেখান থেকে মাঠের দূরত্ব ১০ মিনিট। ভারতের সাথে ম্যাচ শেষে একই স্টেডিয়ামে ১১ জুন কানাডার মুখোমুখি হবে পাকিস্তান দল। তার আগে আজ (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করছে পাকিস্তান।

এর আগে নিউইয়র্কে মাঠের দূরত্ব নিয়ে অভিযোগ ছিল শ্রীলঙ্কা দলের।

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন