আইন-বিচার

বিদ্যুতের প্রিপেইড মিটারের বাড়তি চার্জ পর্যালোচনার নির্দেশনা চেয়ে রিট

প্রিপেইড বৈদ্যুতিক মিটার চালু থাকার পরেও অতিরিক্ত চার্জ, গোপন চার্জ এবং স্বচ্ছতার অভাবসহ নানাবিধ সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিটকারীদের একজন অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।

এর আগে গেলো ২১ মে এ বিষয়ে লিগ্যাল নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী এ এম জামিউল হক ফয়সাল, কামরুল হাসান রিগ্যান ও জাকির হায়দারের পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল হাদী নোটিশটি পাঠান।

নোটিশে জরুরি ভিত্তিতে বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা, স্বচ্ছতা, অতিরিক্ত চার্জের রিফান্ড,জনসাধারণের সঙ্গে যোগাযোগ এবং নীতি সংস্কারের দাবি জানানো হয়।

একই সঙ্গে ২৬ মের মধ্যে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরবর্তী আইনী ব্যাবস্থা নেয়া হবে।

বিদ্যুৎ মন্ত্রণালায়ের সচিব, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের চেয়ারম্যান, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশের অনুলিপি পাঠানো হয়েছিল।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন