ব্যালন ডি'অর পুরস্কারের জন্য তারিখ ঘোষণা
ফুটবলে ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে আগ্রহ থাকে সকল মহল থেকেই। ফুটবল সংশ্লিষ্ট যারা, তাদের জন্য ব্যক্তিগত অর্জনের খাতা পূরণ হয় যেন এই পুরস্কার পেলে। সামনের ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা হবে কবে, তা জানিয়ে দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)।
আজ ৬ জুন (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উয়েফা জানিয়েছে, আগামী ২৮ অক্টোবর ঘোষণা করা হবে ব্যালন ডি’অর বিজয়ীদের নাম। প্রতিবারের মতো প্যারিসের থিয়েটার ডু শাটালেটে অনুষ্ঠিত হবে এর আয়োজন।
ব্যালন ডি’অর এর ৬৮তম আয়োজন হতে যাচ্ছে এবার। মোট ৯ টি পুরস্কার দেওয়া হবে আসন্ন আয়োজনে। সেরা পুরুষ ও নারী ফুটবলার, যারা মৌসুমে ভালো করেছেন- তারা জিতবে ব্যালন ডি’অর।
এছাড়াও উদীয়মান ফুটবলারকে দেওয়া হবে কোপা ট্রফি। সেরা গোলরক্ষক পাবেন ইয়াসিন ট্রফি। মৌসুমে যিনি সর্বোচ্চ গোলদাতা, তিনি গার্ড মুলার ট্রফি জিতবেন। একটি পুরুষ ও নারী ক্লাব জিতবে সেরা ক্লাবের পুরস্কার।
আগামী ৪ সেপ্টেম্বর পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে।
এম/এইচ