ক্রিকেট

আমাদের খেলোয়াড়েরা সবসময় আশাবাদী ছিল: মোনাঙ্ক প্যাটেল

পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া দলের নাম যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের স্বাগতিক দেশ যে এমন পারফরম্যান্স করবে, তা আসলে খুব পরিচিত কোনো দৃশ্য নয়। বিশ্বকাপের প্রথম ম্যাচটি কানাডার বিপক্ষে জয় দিয়ে শুরু করে তারা। এরপর পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামে যুক্তরাষ্ট্র।

এমন এক ম্যাচে সুপার ওভারে গড়ায় ম্যাচ। সেই ম্যাচটি জিতে নেয় যুক্তরাষ্ট্র। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্বাগতিক অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল জানান, 'আমাদের খেলোয়াড়েরা সবসময় আশাবাদী ছিল। আমরা টসে জেতার পর প্রথমে বল করার পরিকল্পনা করেছিলাম, যেটা হয়েছে। যেখানে শুরুর দিকে ব্যাট করা বেশ কঠিন।'

যুক্তরাষ্ট্র দারুণ শুরু করেছে এই বিশ্বকাপে। যদিও শুরুর কথা বললে তা বিশ্বকাপের আগেই হয়েছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের কথা যদি ধরা যায়, যা দিয়ে বেশ চমক দেখিয়েছে তারা। তার আগে কানাডার বিপক্ষেও সিরিজ জিতেছে দলটি। বিশ্বকাপের শুরুটা হয়েছে কানাডাকে হারিয়ে।

সবমিলিয়ে বেশ ভালো সময় কাটছে যুক্তরাষ্ট্রের। প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক দেশ তারা। নিজেদের প্রথম আয়োজনে, দল হিসেবে এমন শুরুর প্রত্যাশা সবাই করে। যেখানে যুক্তরাষ্ট্র ফলাফলেও বেশ ইতিবাচক।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন