আর্কাইভ থেকে বাংলাদেশ

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ভিত্তিক এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের দুই নারী সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

বুধবার (২৪ আগস্ট) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন।

তিনি জানান, ভারতে গ্রেপ্তার পি কে হালদারের দুই নারী সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দেশ ত্যাগ করতে চেয়েছিলেন।

দুপুরে কাওরান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, প্রায় ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে পিকে হালদারকে গ্রেপ্তার করে দুদক।  জানা গেছে, অবৈধ ব্যবসাসহ বিভিন্ন অবৈধ উৎস থেকে অর্জিত সম্পদের বেশির ভাগই বিদেশে, বিশেষ করে কানাডায় পাচার করেছেন তিনি। এর আগে গেলো ৮ জানুয়ারি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলার এজাহারে এক হাজার ৬৩৫ কোটি টাকা পাচারেরও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন