এশিয়া

মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মইজ্জু । ভারত বিরোধী প্রচারণা চালিয়ে প্রেসিডেন্ট নির্বাচন জয়ী হয়েছিলেন তিনি।

শনিবার (৮ জুন) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ৯ জুন মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া মুইজ্জুকে বড় আয়োজন করে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে নয়াদিল্লি।

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন।

এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য ভারতের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুইজ্জু বলেন, ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দিতে পারলে তিনি সম্মানিত বোধ করবেন।

প্রসঙ্গত, গেলো নভেম্বরে প্রেসিডেন্ট হিসেবে মুইজ্জুর দায়িত্ব গ্রহণের পর থেকে ভারতবিরোধী অবস্থানের কারণে দেশটির সঙ্গে মালদ্বীপের সম্পর্কের অবনতি হতে থাকে। নির্বাচনি প্রচারের সময়ে ভারতের কড়া সমালোচনা করে দেশটির সামরিক বাহিনীর সদস্যদের দ্বীপরাষ্ট্র ছাড়ার কথা বলেন মুইজ্জু।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন