আর্কাইভ থেকে বাংলাদেশ

জাতিসংঘের রোহিঙ্গা তহবিলে অর্থ ঘাটতি

বিশ্বের বিভিন্ন দাতা দেশ ও সংস্থা থেকে প্রত্যাশিত সহায়তা না আসায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের গঠিত তহবিলে ঘাটতি দেখা দিয়েছে। 

মঙ্গলবার (২৩ আগস্ট) জাতিসংঘের শরণার্থী নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস রেফিউজি এজেন্সি- ইউএনএইচসিআর দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দাতা দেশ ও সংস্থার সহায়তায় ২০২২ সালে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আট’শ ৮১ মিলিয়ন ডলারের তহবিল গঠনের পদক্ষেপ নিয়েছিল জাতিসংঘ। 

তবে এখন পর্যন্ত এই তহবিলে জমা পড়েছে মাত্র ৪২৬ দশমিক দুই মিলিয়ন ডলার। শতকরা হিসেবে যা জাতিসংঘের প্রস্তাবিত অর্থের মাত্র ৪৯ শতাংশ। এর ফলে সম্ভাব্য সংকটের আশঙ্কা করছে সংস্থাটি।

টিআর

 

এ সম্পর্কিত আরও পড়ুন