ক্রিকেট

বাবরের অধিনায়কত্ব নিয়ে কড়া সমালোচনায় মিসবাহ

বাবর আজম কেমন অধিনায়ক, তা যেন একেকটা ম্যাচের পরপর আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পর তার কাছ থেকে অধিনায়কত্ব সরিয়েও নেওয়া হলো। আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেই বাবরের কাছেই ফিরতে হলো। বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ হেরেছে পাকিস্তান। তাতেই তৈরি হয়েছে আলোচনার নানা ফাক ফোঁকর।

একটি স্পোর্টস শো তে কথা বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। তিনি জানান, 'একটা গুরুত্বপূর্ণ ম্যাচে, যখন আপনি লক্ষ্যমাত্রা ডিফেন্ড করছেন, তখন বাবর সেই চতুরতা ও উপস্থিত বুদ্ধিমত্তা দেখাতে পারে না, যা দরকার। এমনকি নির্বাচন করার ক্ষেত্রে, আমরা ওডিআই বিশ্বকাপ ও এশিয়া কাপ থেকেই দেখছি, যখন কিছু কাজ করছে না- আপনি সমাধানের দিকে যান না। আপনি ভাবেন, এটা তো ঘটেই গেছে, কিন্তু এরকম তো না। আপনাকে তো একটা সমাধানের দিকে যেতে হবে।'

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল পাকিস্তান। ম্যাচটি গড়ায় সুপার ওভারে। সেই সুপার ওভারের মুহূর্ত পাকিস্তান একেবারেই সুবিধা করে উঠতে পারেনি। যুক্তরাষ্ট্রের কাছে বেশ বাজেভাবেই পরাজিত হয়েছে তারা। তাতে সমালোচনা উঠেছে চারদিকে স্বাভাবিকভাবেই।

আগামীকাল (রবিবার) ৯ জুন নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

এ সম্পর্কিত আরও পড়ুন