এন্দ্রিকের গোলে বাঁচলো ব্রাজিল
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বাঁদিক থেকে ডি বক্সে ভিনিসিয়াসের ক্রস। সেখানে অরক্ষিত অবস্থায় এন্দ্রিক ফিলিপে। কোনো বাধা ছাড়াই অনায়াসে লাফিয়ে করেন হেড। দূরের পোস্ট ঘেঁষে বল জালে।
গোল করেই বাঁধন হারা উল্লাস। বয়স এখনো ১৮ হয়নি। অথচ এই বয়সেই ব্রাজিলকে বার বার বাঁচিয়ে নিচ্ছেন আসন্ন মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এই তরুণ।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলার মাত্র পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। সাভিনিয়োর কাছ থেকে আসা বল তিন জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে জালে পাঠিয়ে দেন ফুলহ্যাম মিডফিল্ডার আন্দ্রে পেরেইরা।
এরপর ৫৪ মিনিটের স্কোর ২-০ করেন আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মারটিনোল্লি।
দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মেক্সিকো। ৭৩ মিনিটে জুলিয়ান কুইনোনেসের গোলের পর যোগ করা সময়ে মার্তিনেজ আয়ালা স্তব্ধ করে দেন ব্রাজিল সমর্থকদের।
তবে এন্দ্রিক গোল করলে স্তব্ধা মুহূর্তেই রূপ নেয় উল্লাসে।
১৩ জুন কোপা আমেরিকার প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলবে ব্রাজিল। ২৪ জুন কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।