ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে ভারত

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান। বৃষ্টির কারণে আধাঘণ্টা দেরিতে অনুষ্ঠিত হলো টস। আর সেখানে জয়ী হলো পাকিস্তান।

রোববার (৯ জুন) টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। খেলা আধাঘণ্টা দেরিতে বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবার কথা থাকলেও আবার বৃষ্টি হানা দেওয়ায় আরও ২০ মিনিট পেছানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশ সময় ৯ টা ২০ মিনিটে শুরু হবে খেলা।

পাকিস্তান একাদশে একটি পরিবর্তন। ফর্ম হারানো আজম খানের পরিবর্তে দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে। ভারতের একাদশে কোনো পরিবর্তন নেই। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ১১ জনই আছেন এই ম্যাচে।

পাকিস্তানের একাদশ

মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ ও নাসিম শাহ।

ভারতের একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আর্শদ্বীপ সিং ও মোহাম্মদ সিরাজ।

এ সম্পর্কিত আরও পড়ুন