ফুটবল

দি মারিয়ার গোলে আর্জেন্টিনার জয়, ফিরেছেন মেসি

কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা জয় পেল ইউকুয়েডরের বিপক্ষে। প্রস্তুতিটা বেশ ভালোই হলো বলতেই হবে। আনহেল ডি মারিয়ার একমাত্র গোলে এগিয়ে যাওয়া দলটি শেষ পর্যন্ত সেই গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে। দলীয় অধিনায়ক লিওনেল মেসি শুরুতে মাঠে না থাকলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছেন।

যুক্তরাষ্ট্রের সোলজার ফিল্ডে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইকুয়েডর। ম্যাচের শুরুর দিকে আর্জেন্টিনাকে কিছুটা অগোছালো মনে হয়েছে। তবে নিজেদের সামলিয়ে উঠতে সময় লাগেনি খুব বেশি। সেই ধারাবাহিকতায় ম্যাচের ৪০ মিনিটে দি মারিয়া’র গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

আর কোনো গোল হজম করতে হয়নি ইকুয়েডরকে। আর এদিকে আর্জেন্টিনার জালেও কোনো গোল দিতে পারেনি তারা। প্রথমার্ধে মেসিকে ছাড়াই মাঠে নেমেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি অবশ্য সুযোগ দিতে চেয়েছিলেন অন্যদেরকেও।

ম্যাচের ৫৬ মিনিটের দিকে দি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামেন মেসি। তবে মেসির পা থেকে কোন গোল পায়নি আর্জেন্টিনা। কিন্তু যখনই এই তারকার পায়ে বল ছিল পুরো স্টেডিয়াম প্রকম্পিত হয়ে যাচ্ছিল।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আগামী ১৫ জুন কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে গুয়েতেমালার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন