ক্রিকেট

পাকিস্তানের মাঠের সিদ্ধান্ত নিয়ে হতাশ কোচ কার্স্টেন

অল্প লক্ষ্যমাত্রাতেও সহজ হয়নি ম্যাচ। ভারতের বিপক্ষে সহজ লক্ষ্যমাত্রা হয়তো নেই, এমনই মনে হয়েছে রবিবারের ম্যাচ দেখে। পাকিস্তানের সামনে ছিল জয়ের সুযোগ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর কিছুটা পিছিয়ে তো ছিল দল। ভারতের সাথে ম্যাচে কিছুটা অতিরিক্ত চাপ তো থাকে, কিন্তু যখন সামনে ১২০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামছে বাবর আজমের দল- তখন অনেকখানি হালকা বোধ করার কথা।

হালকা বোধ করার কথা থাকলেও তেমনটি হয়নি। পাকিস্তান কোচ গ্যারি কার্স্টেন হতাশা দেখিয়েছেন ম্যাচ শেষে। ম্যাচে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানি খেলোয়াড়েরা বেশ খারাপ করেছে বলেই মত তার।

কার্স্টেন জানান, 'আমি জানতাম ১২০ আসলে সহজ লক্ষ্য হতে যাচ্ছে না। যদি ভারত ১২০ রানও করে, সেটা সহজ হয় না একেবারেই। তবে আমার মনে হয় আমাদের হাতে ম্যাচটা ছিল, যখন ২ উইকেট হারিয়ে ৭২ রানে ছিলাম আমরা আর হাতে ছিল ৬ থেকে ৭ ওভার। আমরা নিজেদের নিয়ে যে জায়গায় ছিলাম, সেখান থেকে কাঙ্ক্ষিত জায়গা অতিক্রম না করাটা হতাশাজনক।'

এই দক্ষিণ আফ্রিকা কোচ আরও জানান, 'সম্ভবত খুব ভালো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আপনার হাতে ম্যাচ আছে, বলে রান পাচ্ছেন, ৮ উইকেট আছে হাতে, সেই সময়ে যে ধরনের সিদ্ধান্ত নিতে হয়। এটাই খেলা। এটাই আপনার জন্য আন্তর্জাতিক ক্রিকেট। আপনি যদি এরকম ভুল করে যান, আপনাকে এর জন্য মূল্য দিতে হবে। আমার ধারণা ম্যাচের গুরুত্বপূর্ণ সময়গুলোতে বেশ কিছু বাজে সিদ্ধান্ত নিয়েছি আমরা।'

টানা দুই ম্যাচ হেরে সুপার এইটে যাওয়ার ক্ষেত্রে কিছুটা চাপে আছে পাকিস্তান। তাদের বাকি দুই ম্যাচ আয়ারল্যান্ড ও কানাডার বিপক্ষে। এই দুই ম্যাচ জিততে হবে বড় ব্যবধানে। শুধু তাতেই হচ্ছে না। তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর উপর। সেখানকার সমীকরণ মিলিয়ে তবেই যেতে হবে পরের রাউন্ডে।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন