ক্রিকেট

পাকিস্তানকে নিয়ে সমালোচনার ঝড় বইয়ে দিলেন ওয়াসিম আকরাম

সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম বেশ তেঁতে উঠেছেন। তা ওঠারই কথা অবশ্য। বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে পরাজয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। সমালোচনার দ্বার এমনিতেই উন্মোচিত হয়ে যায়। সেখানে খেলোয়াড়দের নির্দিষ্ট করে অনেক কথাই শুনিয়ে দিলেন ওয়াসিম।

ম্যাচ শেষে স্টার স্পোর্টসে কথা বলেছেন ওয়াসিম। শুধু এই সাবেক কিংবদন্তির মুখ থেকেই কঠিন কথা বেরিয়েছে এমন নয়। ওয়াকার ইউনুসও নানা সমালোচনা তুলেছেন পাকিস্তানকে। ওয়াসিম জানান, 'তারা ১০ বছর ধরে ক্রিকেট খেলছে এবং আমি তাদের শেখাতে পারব না। রিজওয়ানের কোনো ম্যাচ সচেতনতা নেই। তার জানা উচিত বুমরাহকে বল দেওয়া হবে উইকেট তুলতে এবং সেখানে সতর্ক মেনেই তাকে খেলতে হতো। কিন্তু রিজওয়ান বড় শটের জন্য যায় আর নিজের উইকেট হারিয়ে বসে।'

রিজওয়ান মাঠে থাকলে হয়তো অনেক কিছু সম্ভব হতে পারত। কিন্তু বুমরাহর ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট খুইয়ে বসিয়েছেন এই ব্যাটার। ফিরেছেন ৪৪ বলে ৩১ রান করে।

ওয়াসিম শুধু রিজওয়ানকে নিয়েই কথা বলেননি। ইফতিখার আহমেদ, ফখর জামানদের নিয়েও আলোচনা তুলেছেন। তিনি বলেন, 'ইফতিখার আহমেদ একটা শট জানে লেগ সাইডে। সে কয়েক বছর ধরে দলের অংশ, কিন্তু জানে না কীভাবে ব্যাট করতে হয়। আমি গিয়ে ফখর জামানকে ম্যাচ সচেতনতা নিয়ে বলতে পারি না। পাকিস্তানি খেলোয়াড়েরা জানে, যদি তারা পারফর্ম না করে, তাহলে কোচদের বরখাস্ত করা হবে- তাদের কিছু হবে না। এখন সময় এসেছে কোচদের রাখা এবং পুরো দল বদলে ফেলা।'

দলে এমন খেলোয়াড় আছে, যারা একজন অন্যজনের সাথে কথা বলে না। এমন কথাও বলেছেন এই সাবেক ক্রিকেটার। ওয়াসিম বলেন, 'এখানে এমন খেলোয়াড়েরা আছেন, যারা একজন অন্যজনের সাথে কথা বলে না। এটা আন্তর্জাতিক ক্রিকেট, তুমি তোমার দেশের জন্য খেলছো। এই খেলোয়াড়দের বাড়িতে বসিয়ে দিন।'

ভারতের বিপক্ষে হেরে কিছুটা চাপেই এখন পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ হারের পর, ভারতের বিপক্ষেও একই ফলাফলে- সুপার এইটে যাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পরের দুই ম্যাচ; আয়ারল্যান্ড ও কানাডার বিপক্ষে তো বড় ব্যবধানে জিততেই হবে বাবর আজমদের, পাশাপাশি নির্ভর করে থাকতে হবে অন্য দলগুলোর উপরেও।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন