এক দিনে ভেসে এলো দুই মরদেহ
কক্সবাজারের টেকনাফে একইদিনে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। এর মধ্যে সমুদ্র সৈকতে ভেসে আসা একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে নাফ নদীতে ভেসে আসা মরদেহটি উদ্ধার করেছে নৌপুলিশ।
গেলো রোববার (৯ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়াস্থ সৈকতে একটি মরদেহ ভেসে আসে। অজ্ঞাত ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি।
স্থানীয়দের বরাতে (ওসি) ওসমান গনি বলেন, বিকালে জোয়ার শুরু হওয়ার সময় সাগরের ঢেউয়ের সাথে সৈকতে একটি মরদেহ ভেসে আসে। এসময় মরদেহটি পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহটিতে ট্যাটু আঁকা রয়েছে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মত। দেহের বিভিন্ন অংশের চামড়া উঠে যাওয়ার পাশাপাশি ফুলে-ফেঁটে গেছে। এতে ধারণা করা হচ্ছে, অন্তত ২ থেকে ৩ দিন আগে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয়রা ধারণা করছেন, এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে নিহত কোনো ব্যক্তির মরদেহ হতে পারে।
অন্যদিকে, একই দিন দুপুরে টেকনাফের জালিয়াপাড়া এলাকায় নাফ নদীতে অজ্ঞাত পরিচয়ের আরও একটি মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
টেকনাফ নৌপুলিশের (ওসি) তপন কুমার বিশ্বাস বলেন, নাফ নদীতে ভেসে আসা একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এএম/