দুর্ঘটনা

দুই ঘণ্টা পর ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকার ঝুটের গুদামের আগুন প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১২ জুন) দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ১০টার দিকে সিটি গেট মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের পাশের একটি গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে উত্তর কাট্টলী এলাকার এক গার্মেন্টসের পাশে থাকা ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখনও আগুন নির্বাপনের কাজ চলছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপনের পর ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন